স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

আবেগ

কেউ কেউ এমনই থাকে
কেউ কেউ এমনও হয়,
প্রথম দেখাতেই বোধ করি
যুগ জনমের পরিচয়।


কখনো কথা না-হোক
কখনো দেখা না-হোক
মনে হয় আছি পাশাপাশি,
কোনো স্থির সিদ্ধান্ত নয়
কোনো পরিকল্পনা নয়-
তাকে নিয়ে স্বপ্ন রাশি রাশি।


এমনও চোখ থাকে
এমনও মুখ থাকে-
দেখে সব কষ্ট ভুলে যাওয়া যায়,
তাকে নিয়ে এমন দরদ থাকে,
তাকে ঘিরে এমন মমতা থাকে-
সব অপরাধ ক্ষমা করা যায়।


তার শত অক্ষমতা
পারা-না-পারা ব্যর্থতা
কত সহজেই বুঝে নেয়া যায়!
যা কিছু বলুক
যা কিছু করুক-
কোনো কষ্ট যেন তাকে খুঁজে না পায়।


২.
কেউ কেউ কাছে থাকে
সব কাজে মিশে থাকে-
তবুও কোথাও যেন নেই!
এত এত মিল
নাক মুখ তিল
তাতেও হারায় যেন খেই।


তার কাছে যুক্তি থাকে
হয়তবা মুক্তি থাকে-
অথচ তাল পায় না বেগ,
মন থাকে ঊচাটন
ক্ষণে ক্ষণে অকারণ
রেগে ওঠে আবেগ।


যতটা দাবি থাকুক
আঁচলে চাবি থাকুক
খোলে না মনের তালা,
যতই এগিয়ে যায়
ততই পেঁচিয়ে যায়
অন্তরে বাড়ে জ্বালা।


৩.
জানো নাকি মন
মানো কি এখন
এই হলো সত্যি,
কোথায় দাঁড়াবে চলো
কোথায় হারাবে বলো
জায়গা তো এক রত্তি।


ফেসবুক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন